ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন । ঢাকা কমার্স কলেজ দর্পণ


ঢাকা কমার্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন । ঢাকা কমার্স কলেজ দর্পণ

২১শে ফেব্রুয়ারি ২০২০ যথাযোগ্য মর্যাদায় ঢাকা কমার্স কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত  হয়। উক্ত দিবস প্রত্যুষে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রভাতফেরিতে অংশগ্রহণ এবং কলেজের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা কমার্স কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, একুশে সম্মাননা প্রদান, স্মরণিকা ও দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত, লেখক ও গবেষক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির সদস্য এ এফ এম সরওয়ার কামাল। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহবায়ক  এস এম আলী আজম।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ১৯ ফেব্রুয়ারি ২০২০ তিন দিনব্যাপী ৩য় বইমেলা ও ৩য় ভাষা দিবস সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম এবং ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাব আয়োজিত ৩য় ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম সালাউদ্দিন আল আজাদ। ২১ ফেব্রুয়ারি ২০২০ আর্টস্ এন্ড ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ৩য় ভাষাচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

  21 Feb, 2020