ঢাকা কমার্স কলেজ দর্পণ

DHAKA COMMERCE COLLEGE DARPON
ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দর্পণ রিপোর্ট : ২৬ মার্চ ২০১৯ ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস লোকজ খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে উল্লেযোগ্য ছিল মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, ছবি ও চিত্রাঙ্কন, সংগীত, বিতর্ক, রচনা, আবৃত্তি ও অভিনয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলো: মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে ১ম-মো. সাকিব হাসান (রোল ৪১২৮৮), ২য়-দিপা আক্তার পায়েল (রোল বিবিএ ৪৬৩), ৩য়-রওজাতুল জান্নাত সিডনি (রোল ৪১২৮৮)। বিতর্ক: (বেসরকারি দল) প্রিন্স মাহমুদ (রোল ৪১১৮৫), আন্দালিব মোস্তফা লালন (রোল ৪০৭৮৮), আবরার হাবিব (রোল ৪০৭৫১)। সংগীত: ১ম-আনিকা তাসনিম (রোল ৪০৪১১), ২য়-আন্দালিব মোস্তফা লালন (রোল ৪০৭৮৮), ৩য়-নওরীন চেীধুরী আদিবা (রোল ৪০৫৫০)। লোকজ খেলাাধুলা প্রতিযোগিতায় বিজয়ী : হাডুডু- ঢাকা কমার্স কলেজ বিএনসিসি দল। দড়িলাফ : ১ম-হামিদা আক্তার এ্যানি (রোল-৪০২৮৬), ২য়- রিতা আক্তার (রোল ৪০৪২০), ৩য়-নিশাত সালসাবিল নিলীমা (রোল ৪০৪৯২)। দাড়িয়াবান্দা : ঢাকা কমার্স কলেজ  লাল দল। গোল্লাছুট : ঢাকা কমার্স কলেজ সবুজ দল। বৌচি : ঢাকা কমার্স কলেজ নীল দল। মোরগ লড়াই (শিক্ষার্থী) : ১ম-ইমরান হোসেন (রোল ৪১২৯১), ২য়-কামরুল ইসলাম (রোল ৪১৯১১), ৩য়-মিজানুর রহমান আকাশ (রোল ৪১০৪৫)। মোরগ লড়াই (কর্মচারী) : ১ম-মোনায়েম সিকদার (প্রকৌশল শাখা), ২য়-মাসুদ ইমরান (নিরাপত্তা শাখা), ৩য়-মো. ইমরান হোসেন (অফিস শাখা)। শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক শাখায় : ১ম-মাশনুন মোশারেফ শাশা, ২য়-আহনাফ শাহরিয়ার, ৩য়-ইসমাত তাহসিন; খ শাখায়: ১ম-আদ্রিতা সাহা, ২য়-নুসরাত জাহান ঐশী, ৩য়-বনি আমিন এবং গ শাখায়: ১ম-আশফিকা জন্নাত মাইমুনা, ২য়-মাশরিয়া মোশারেফ মাশা, ৩য়-ইবনাত তাহসিন। সর্বশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম।

  26 Mar, 2019